ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটা থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
পাথরঘাটা থেকে হরিণের মাথা-চামড়া উদ্ধার হরিণের মাথা ও চামড়া উদ্ধার। ছবি: বাংলানিউজ

বরগুনা: বরগুনার পাথরঘাটা থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টটগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম।

 

সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জিনতলা খালের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় মাথা ও চামড়া উদ্ধার করা হয়।

দক্ষিণ স্টেশন পাথরঘাটা কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিনতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে জিনতলা খালের গোড়া থেকে তিনটি হরিণের চামড়া ও একটি মাথা উদ্ধার করা হয়। চামড়া ও মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।