ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, ডিসেম্বর ২২, ২০২০
নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা উদ্ধার ফাইল ফটো

কক্সবাজার: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্ত পথ হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকবে-এমন সংবাদের ভিত্তিতে  বাংলাদেশ-মিয়ানমার ৩৮নম্বর সীমান্ত পিলারের কাছে আমতলা খাল এলাকায় অবস্থান নেয় সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে বাইশফাঁড়ি বিওপির একটি টহল দল।

এসময় কয়েকজন লোক বাংলাদেশে অনুপ্রবেশ করছে দেখে বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু লোকজন পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা পরপর ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় মাদক ব্যবসায়ীরা ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।