ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, ডিসেম্বর ২৪, ২০২০
মাগুরায় ৩০ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

মাগুরা: মাগুরা শহরের কলেজপাড়া থেকে প্রায় ৩০ লাখ টাকা মুল্যের ৩০০ গ্রাম হেরোইনসহ মাহমুদুর রহমান রিগ্যান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ পাড়া এলাকায় মাগুরা সরকারি কলেজের একজন সাবেক অধ্যক্ষের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ভাড়াটিয়া রিগ্যানকে আটক করে তার দেওয়া তথ্য মতে তার আলমারি থেকে হেরোইন উদ্ধার করা হয়।

আটক রিগ্যানের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।