ব্রাহ্মণবাড়িয়া: বিজয়ের মাসে প্রতিবন্ধকতাকে জয় করতে ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের ইতালি প্রবাসী সুমন আহমেদের উদ্যাগে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।
শফিক ইসলাম সেলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুধল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, মো. মাসুদ রানা, হাফেজ জুনায়েদ আহমেদ, এমদাদউল্লাহ্, ইউপি সদস্য পাভেল মিয়া, দুলাল মিয়াসহ অনেকে।
হুইল চেয়ার নিতে আসা কয়েকজন শারীরিক প্রতিবন্ধী বলেন, আমাদের চলাফেরা করতে কষ্ট হতো। হুইল চেয়ার পাওয়ায় আমাদের কষ্ট অনেকটা কমবে। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে আমাদের আর কষ্ট থাকবে না।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এসআই