ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

জাতীয়

অভিযান চালিয়ে সাইকেল লেন উন্মুক্ত করলো ডিএনসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
অভিযান চালিয়ে সাইকেল লেন উন্মুক্ত করলো ডিএনসিসি উচ্ছেদ অভিযান

ঢাকা: রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নির্মিত সাইকেল লেন উন্মুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় সাইকেল লেন দখল করে থাকা অবৈধ স্থাপনা, ভাসমান দোকান, পার্কিং ইত্যাদি উচ্ছেদ করা হয়।

রোববার (২৭ ডিসেম্বর) ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে মানিক মিয়া এভিনিউ এর উভয় পাশের সাইকেল লেন থেকে অবৈধ পার্কিং ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

এসময় অবৈধ পার্কিংয়ের জন্য একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারের চালককে মোট দুই হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরধে পাঁচ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এস এইচ এস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।