ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

করোনাকালে লন্ডন ছেড়ে সিলেটে আরও ১৬৮ প্রবাসী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, ডিসেম্বর ২৮, ২০২০
করোনাকালে লন্ডন ছেড়ে সিলেটে আরও ১৬৮ প্রবাসী

সিলেট: লন্ডনে নতুন রূপে করোনা ভাইরাস ছড়ানোয় প্রবাসী অধ্যুষিত সিলেটে ফিরলেন আরও ১৬৮ প্রবাসী।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি- ২০২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন ১৪৪ জন ও ২৪ জন নামেন ঢাকায়।

সিলেটে ওসমানী বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ আহমদ বাংলানিউজকে বলেন, যাত্রীরা বিমান বন্দরে নামার পর স্বাস্থ্য বিভাগের একটি দল করোনার নেগেটিভ সার্টিফিকেটধারীদের পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেয়। তাদের মধ্যে সবার করোনা নেগেটিভ সনদ সঠিক ছিল। তবে তাদের সবাইকে বাধ্যতামূলক নিজ নিজ বাসস্থান কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটে সিলেটে আসেন ১৬৫ জন প্রবাসী।

দফায় দফায় যুক্তরাজ্য থেকে সিলেটে যাত্রীরা আসায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, যুক্তরাজ্য থেকে বিমানের ফ্লাইটে আসা যাত্রীদের করোনা সনদ যাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের কোয়াকেন্টিনে থাকতে বলে দেওয়া হচ্ছে।

** করোনাকালে লন্ডন ছেড়ে সিলেটে ১৬৫ প্রবাসী

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।