ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকারের ধাক্কায় স্বপন কুমার নাথ (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়ার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্বপনের বাড়ি মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম তালবাড়ীয়া এলাকায়। তিনি মিরসরাই পৌর বাজারের সেলী ক্লথ স্টোরের মালিক ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনর্চাজ ফিরোজ উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে সুফিয়ার রোড এলাকায় সড়ক পার হচ্ছিলেন স্বপন। এ সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাছরা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহীদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।