ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

জীবননগরে পাওয়ার টিলার থেকে পড়ে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, ডিসেম্বর ২৯, ২০২০
জীবননগরে পাওয়ার টিলার থেকে পড়ে শিশু নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পাওয়ার টিলার থেকে ছিটকে রাস্তায় পড়ে আব্দুল্লাহ (১০) নামে একটি শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার কয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ উপজেলার কয়া গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়া গ্রামের রাস্তায় ইটভাটার মাটিভর্তি চলন্ত পাওয়ার টিলারে ওঠার চেষ্টা করে আব্দুল্লাহ। এসময় সে গাড়িতে উঠতে না পেরে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।