নওগাঁ: নওগাঁর রাণীনগরে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫০০ কেজি ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে।
বুধবার ( ৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করেন।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, দুপুরে গোনা ইউনিয়নে দুস্থদের মধ্যে ভিজিডির চাল বিতরণ চলছিল। তখন ভবানীপুর গ্রামের মৃত ফাজিল প্রামানিকের ছেলে হামিদুল ইসলাম ও হামিদুলের ছেলে মকলেছুর রহমান ঘোষগ্রাম বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল ক্রয় করে ঘরে মজুদ করছিলেন। এমন সংবাদ পেয়ে ঘোষগ্রাম বাজারে অভিযান চালিয়ে হামিদুলের গুদাম ঘর থেকে সাড়ে ৫০০ কেজি চাল উদ্ধার করা হয়। তবে প্রসাশনের লোকজনের উপস্থিতি টের পেয়ে হামিদুল ও তার ছেলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এনটি