ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পিকআপভ্যানের চালক।

বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—পিকআপভ্যানের হেলপার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গড়পাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২২) এবং বগুড়ার ধুপচাচিয়া উপজেলার মথুরাপুর গ্রামের মো. এনামুলের ছেলে মো. বায়েজিদ (২০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. কামাল হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে বাসাবাড়ির আসবাবপত্র নিয়ে পিকআপভ্যানটি বগুড়ার দিকে যাচ্ছিল। পিকআপভ্যানটি এলেঙ্গাতে পৌঁছালে সামনে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের হেলপারসহ দুই জন নিহত হন।

এ ঘটনায় পিকআপভ্যানের চালক আহত হয়েছেন। আহত চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপভ্যানটি পুলিশ জব্দ করেছে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।