ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন বন্ধ ঘোষণা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন বন্ধ ঘোষণা

ঢাকা: মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের একাধিক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাইকমিশন ১ থেকে ১০ জানুয়ারি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) হাইকমিশন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাইকমিশন ও আম্পাংয়ের ভিসা সেন্টারও বন্ধ থাকবে। তবে হাইকমিশন খোলার পর আবার সেবা চালু হবে। ইতোমধ্যে যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না। ১০ জানুয়ারির নিকটতম সময়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার জানিয়ে দেওয়া হবে। এছাড়া ২-৩ জানুয়ারি থেকে জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।