ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
ফেনীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ফেনী: ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনিমার্ণে, সেবা ও সুযোগ প্রন্থজনে’ এ প্রতিপাদ্য নিয়ে ফেনীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ফেনী জেলা সমাজসেবা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল কাসেমের  সভাপতিত্বে এ উপলক্ষে ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শহিদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট গোলাম জাকারিয়া, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও ফেনীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, সুইড বাংলাদেশ ফেনী শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমীর কর।

অনুষ্ঠানে অস্বচ্ছল জনগণ ও প্রতিবন্ধীদের মধ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও ভাতার কার্ড বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।