ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে সার কারখানার কলোনি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
আশুগঞ্জে সার কারখানার কলোনি থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার আবাসিক কলোনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (০২ জানুয়ারি) সকালে কলোনির এফ ১/এইচ নম্বরের চারতলা ব্যাচেলর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের মুখসহ শরীর ফুলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মরদেহটি এই রুমে থাকা কারখানার প্রশাসন/এস্টেট শাখার এল এম এস এস ও চাঁদপুর কচুয়া এলাকার মৃত মো. মুসলিম মিয়ার ছেলে মো. বোরহান উদ্দিনের।
 
পুলিশ জানায়, বুধবার এক বন্ধুর সঙ্গে দুপুরের খাবার খান বোরহান উদ্দিন। রাতেও বোরহানের বাসায় কথাবার্তার আওয়াজ শুনতে পান পাশের প্রতিবেশীরা। এরপর থেকে রুমে তালা লাগোনো ছিল।  

এদিকে বোরহানের স্ত্রী চাঁদপুর থেকে মোবাইলে কল করেও না পেয়ে বোরহানের সহকর্মীদের কাছে কল করতে থাকেন। পরে কলোনিতে থাকা বোরহানের কয়েকজন সহকর্মী তার বাসায় এসে জানালা দিয়ে খাটের কিনারায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।