ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২১
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে চিঠি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বছরে মিয়ানমারের স্টেট কাউন্সিল দফতরের মন্ত্রী তিন সোয়েকে একটি চিঠি দেওয়া হয়েছে। ১ জানুয়ারি দেওয়া এ চিঠিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছি।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপানও আমাদের সহযোগিতা করবে। মিয়ানমারে জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে। রোহিঙ্গাদের ফেরাতে ভারত এবং চীনও কাজ করছে। তারা সবাই চাইছে এ সংকটের সমাধান হোক।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২১
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।