ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রসহ দু’জন নিহত হয়েছেন।  

সোমবার (০৪ জানুয়ারি) সকাল ও দুপুরে এ পৃথক দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন, উপজেলার কুড়ুলগাছির ধান্যঘরা গ্রামের নুরু ফরাজীর ছেলে আব্দুল হাকিম (৪২) ও চিৎলা নতুনপাড়া গ্রামের জিয়ার আলীর ছেলে আলিফ হোসেন (৯)। আলিফ চিৎলা দারুল আরকাম নূরানী মাদরাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ধান্যঘরা গ্রামে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন আব্দুল হাকিম।  

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে মাদরাসায় যাওয়ার পথে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল আলিফ। এ সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।  

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।