ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুর্নীতির দায়ে মাল্টিমিডিয়া প্রকল্প পরিচালক ওএসডি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
দুর্নীতির দায়ে মাল্টিমিডিয়া প্রকল্প পরিচালক ওএসডি

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক মো. আব্দুস সবুর খানকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার।
 
তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে মঙ্গলবার (৫ জানুয়ারি) আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


 
বিসিএস শিক্ষা ক্যাডারের (পদার্থবিদ্যা) এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে ওএসডি করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়।
 
নতুন প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এই প্রকল্পের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন প্রকল্প পরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।