ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জানুয়ারি ৬, ২০২১
খাগড়াছড়িতে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ১

খাগড়াছড়ি: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা বড় ব্রিজের কাছে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান (১৮) নামে এক কিশোরী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নুসরাত খাগড়াছড়ির মাটিরাঙ্গার হারুন অর রশিদের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নুসরাতের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন নুসরাত জাহানের মা তৈয়বা বেগমসহ পাঁচজন। হতাহতদের প্রত্যেকেই মাহেন্দ্রের যাত্রী।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম আফসার জানান, ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।