ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ট্রলিচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
শরীয়তপুরে ট্রলিচাপায় মোটরসাইকেলের আরোহী নিহত 

শরীয়তপুর: শরীয়তপুরে শ্যালো ইঞ্জিন চালিত ইটবোঝাই অবৈধ ট্রলির চাপায় বিজয় দত্ত রনি (৩৫) নামে এক মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তার সঙ্গে থাকা হাবিবুর রহমান (২৬)।

 

বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলা শহরের পালং উত্তর বাজার মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় দত্ত নোয়াখালী জেলা সদরের বিনোদপুর এলাকার কান্তি দত্তের ছেলে।  

আহত হাবিবুর ফরিদপুরের মধুখালী থানার গোড়াখালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বিজয় দত্ত জেলা শহরের টাইলস সিটি নামক একটি টাইলসের শোরুমের ম্যানেজার ও হাবিবুর একই প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। শহরের তুলাসার বয়েজ স্কুলের কাছে বিজয় ও হাবিবুরের ভাড়া বাসা রয়েছে।

টাইলস সিটির অ্যাসিসট্যান্ট ম্যানেজার দেলোয়ার দেওয়ান বাংলানিউজকে জানান,  বিজয় ও হাবিবুর প্রতিদিনের মতো বুধবার সকালে হোটেলে সকালের নাস্তা শেষে মোটরসাইকেলে করে শহরের প্রধান সড়ক দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পালং উত্তর বাজারে এলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিজয় মারা যান। এসময় গুরুতর আহত হন তার সঙ্গে থাকা হাবিবুর। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রলিসহ চালক ও হেলপারকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।