ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জর্ডানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
জর্ডানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ

ঢাকা: জর্ডানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। দেশটির শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী মাহা আলীর সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন জর্দানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

বুধবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জর্ডানের শিল্প ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী মাহা আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন রাষ্ট্রদূত নাহিদা সোবহান। বৈঠকে তারা দু'জন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে নাহিদা সোবহান বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময়ের সুযোগ রয়েছে। তবে করোনাকালে এখনই এটা সম্ভব না হওয়ার জন্য দু'পক্ষের মধ্যে আলোচনা হতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অষ্টমবৃহত্তম চামড়াজাত শিল্প রপ্তানিকারক দেশ। এছাড়া বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুনাম রয়েছে। এ দুই খাতে বাংলাদেশের অনেক দক্ষ কর্মী রয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।