ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন ...

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ম্যুরালটির উদ্বোধন করেন শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

উদ্বোধনের পর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান প্রধান অতিথি। পরে মোনাজাত পরিচালনা করা হয়।
 
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রায় ৫ লাখ টাকা খরচ করে উপজেলা পরিষদের অর্থায়নে ম্যুরালটি স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।