ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

করোনাকালে চাকরিহারা শ্রমিকরা পেলেন খাদ্য সহায়তা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
করোনাকালে চাকরিহারা শ্রমিকরা পেলেন খাদ্য সহায়তা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় করোনাকালে পোশাক কারখানা থেকে চাকরিহারা বেকার শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।  

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার ইউনিকে অবস্থিত দর্পন লেবার হলের পাশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

‘থ্রি এফ’ সংগঠনের সহযোগিতায় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের পক্ষ থেকে প্রায় ৫০ জন চাকরিহারা বেকার শ্রমিকদের মধ্যে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, তেল ৩ লিটার সয়াবিন, ২ কেজি মসুরির ডাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি হুইল পাউডার, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ টি হ্যান্ড স্যানিটাইজার, ১০টি মাস্ক ও দুইটি সাবান।

খাদ্য সামগ্রীর বিতরণের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, রাজু আহম্মেদ, বাচ্চুসহ আরও অনেকেই।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।