ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৬ নদীর পানি বন্টনে ভারতের ৩ রাজ্যের সম্পৃক্ততা চায় বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
৬ নদীর পানি বন্টনে ভারতের ৩ রাজ্যের সম্পৃক্ততা চায় বাংলাদেশ বাংলাদেশ ও ভারতের পতাকা

ঢাকা: অভিন্ন ৬টি নদীর পানি বন্টন নিয়ে ভারতের রাজ্যগুলোর সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ। বুধবার (০৬ জানুয়ারি) যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির ভার্চ্যুয়াল আলোচনায় বিষয়টি তোলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত ৬টি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ৬টি অভিন্ন নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে ভারতের রাজ্যগুলোর সম্পৃক্ততার জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অনুরোধ করা হয়েছে। কেননা এর আগে তিস্তা চুক্তির ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মতবিরোধিতার অভিজ্ঞতা সামনে রেখে ৬ নদীর ক্ষেত্রেও প্রতিবেশী ৩ রাজ্যকে সম্পৃক্ত করার অনুরোধ করা হয়েছে। কারণ এসব রাজ্যের সম্মতিও নেয়া জরুরি।

যে ৬টি নদীর পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো- খোয়াই, ধরলা, দুধকুমার মনু, মুহুরী ও গোমতী। এসব নদী ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা থেকে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। সে কারণে এসব রাজ্যের সম্পৃক্ততা চেয়েছে বাংলাদেশ।

এর আগে মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে ভারত থেকে আসা ৬টি নদীর পানি প্রবাহের বিস্তারিত তথ্য বাংলাদেশ জানতে চেয়েছিল। কেননা এসব নদীর পানি প্রবাহ নিয়ে আরো তথ্য প্রয়োজন রয়েছে। বিশেষ করে নদীগুলোর ভারতের কোন অংশে কত পানি রয়েছে, সেটা জানতে চেয়েছে বাংলাদেশ। এটা বিস্তারিত জানতে পারলে পানিবন্টন প্রক্রিয়া সহজ হবে। একইসঙ্গে মঙ্গলবারের বৈঠকে গঙ্গা পানিবন্টন চুক্তির পর্যালোচনা করা হয়।  

বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়ে তাগিদ দেন। দুই শীর্ষ নেতার বৈঠকের পরেই দুই দেশের মধ্যে জেআরসি বৈঠকের প্রক্রিয়ায় গতি পায়। সে অনুযায়ী ৫-৬ জানুয়ারি জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আগামী মার্চ মাসে জেআরসির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শুরু হয়ে বুধবার এ বৈঠক শেষ হয়।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।