ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার তারুলী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আটোরিকশাচালক লুৎফর রহমানকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) ঝালকাঠি সদর থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী নুর নাহার।

 

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, অটোচালককে হত্যার অভিযোগে তার স্ত্রী নুর নাহার বাদী হয়ে বুধবার মোস্তফা হাওলাদারসহ ১২ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারসহ এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে নিহত লুৎফর রহমানের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী গোলাম মোস্তফা ও আবদুল হাই হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল লুৎফর রহমানের। বিরোধীয় জমির ওপর দিয়ে লুৎফর রহমান ও তার ছেলে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় গত ২২ ডিসেম্বর বেলা ১১টায় প্রতিপক্ষ মোস্তফা হাওলাদারের লোকজন হামলা চালায়। তারা পিটিয়ে লুৎফর রহমানকে গুরুতর আহত করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে লুৎফর রহমানের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।