ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে বাসচাপায় প্রাণ হারালেন কলেজছাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
রামুতে বাসচাপায় প্রাণ হারালেন কলেজছাত্রী

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নাসরিন জাহান বৈশাখী (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।  

বুধবার (৬ জানুয়ারি) রাত ৮টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নাসরিন রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের মেয়ে। তিনি সম্প্রতি রামু সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। পড়ালেখার পাশাপাশি ওই ছাত্রী রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারমুখি স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি বাস বিপরীতমুখি সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে কলেজছাত্রী নাসরিন, অটোরিকশাচালকসহ তিন জন আহত হন। কিছুক্ষণ পরে নাসরিন জাহান বৈশাখী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্যান্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স নাসরিন জাহান বৈশাখীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রামু থানা এবং তুলাতলী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান। ঘাতক বাসটিকে জনতা আটক করে।  

বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।