ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে ১১ জানুয়ারি শুরু ‘বঙ্গবন্ধু উৎসব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
রামুতে ১১ জানুয়ারি শুরু ‘বঙ্গবন্ধু উৎসব’

কক্সবাজার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের রামুতে ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাতদিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’।

রামু স্টেডিয়ামে বর্ণাঢ্য এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ আওয়ামী লীগ রামু উপজেলা ও সহযোগী সংগঠনের সমন্বয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উৎসব উদযাপন পরিষদ এ উৎসব আয়োজন করছে।

আয়োজকেরা জানান, সাতদিনের বঙ্গবন্ধু উৎসবের মঞ্চে প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত থাকবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ, গান, নাট্যানুষ্ঠানসহ নানান সাংস্কৃতিক আয়োজন।  

এ ছাড়া প্রতিদিনের স্মৃতিচারণ সভায় অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ঘনিষ্টজন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতা, জেলা ও উপজেলার নেতারাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

উৎসবে বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনপঞ্জি উপস্থাপন করা হবে।

উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, সাত দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসবের স্মৃতিচারণ সভায় সরকারের তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিুবুর রহমানসহ বিশিষ্টজনের কথামালা অনুষ্ঠানে অংশ নেন।

এছাড়া প্রতিদিন মঞ্চে থাকবে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তির অনুষ্ঠান, গান, নাটকসহ নানা আয়োজন।

এদিকে বর্ণাঢ্য এ উৎসব উপলক্ষে বুধবার (৬ জানুয়ারি) রাতে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সভায় রামু উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

এর আগে উৎসব সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিক এবং পেশাজীবী সংগঠনের নেতাদের সমন্বয়ে ৫০১ সদস্যের উদযাপন পরিষদ গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।