ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু ফাইল ছবি

নরসিংদী: নরসিংদী শহরের বীরপুর এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজিত চন্দ্র সূত্রধর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত অজিত চন্দ্র নরসিংদীর হাজীপুর ইউনিয়নের শ্মশানঘাট এলাকার জ্ঞানেন্দ্র চন্দ্র সূত্রধরের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।  

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও নিহতের স্বজনরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুরের দিকে ট্রেনটি নরসিংদীর বীরপুর এলাকা অতিক্রম করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন অজিত চন্দ্র।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।