ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাস্ক বিতরণ করলেন জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
মাস্ক বিতরণ করলেন জেলা প্রশাসক ...

বরিশাল: করোনা সংক্রমণ থেকে মানুষ যেন নিরাপদ থাকতে পারে সেজন্য নগরীর ৪টি পয়েন্টে ২ হাজার জনকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে বরিশাল জেলা প্রশাসন।  

এসময় করোনা থেকে বাঁচতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাংস্কৃতিক কর্মীরা গান পরিবেশন করেন।

জনস্বার্থে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছেন জেলা প্রশসক জসীম উদ্দীন হায়দার।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন জেলা প্রশাসক।

পরে নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং চৌমাথা এলাকায় মোট ২ হাজার মানুষের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব আহমেদ ও প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।