ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদমজী ইপিজেডে শ্রমিক অসন্তোষ, পুলিশের লাঠিচার্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
আদমজী ইপিজেডে শ্রমিক অসন্তোষ, পুলিশের লাঠিচার্জ শ্রমিকদের বিক্ষোভ, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের কুংতন অ্যাপারেলস লিমিটেডের (ফ্যাশন সিটি) সাড়ে ৬ হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল থেকে প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে অবস্থানের একপর্যায়ে দুপুরে বেপজার নিরাপত্তা বাহিনী ও পুলিশ শ্রমিকদের এলোপাথাড়িভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এরমধ্যে দুইজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা। এদিকে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এসময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে।

দুপুর ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন শান্ত করেন।

এসময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর এসপি আইনুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শরিফ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মালিকপক্ষের সঙ্গে তাদের কথা হয়েছে। আগামী ১২ জানুয়ারি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে তারা জানান।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।