ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অষ্টগ্রামে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
অষ্টগ্রামে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় কডু মিয়া (৪৫) নামে লঞ্চের এক বাবুর্চির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত কডু মিয়া জেলার নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া এলাকার মৃত কাছুম আলীর ছেলে।  
 
স্থানীয়রা জানান, অষ্টগ্রাম-ভৈরব নৌরুটের এমভি অষ্টগ্রাম নামে লঞ্চে বাবুর্চির কাজ করতেন কডু মিয়া। শুক্রবার (০৮ জানুয়ারি) দিনগত রাতে লঞ্চ থেকে পড়ে গিয়ে ধলেশ্বরী নদীতে নিখোঁজ হন তিনি। শনিবার দুপুরে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।  

অষ্টগ্রাম মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. আরিফুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।