ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন রোববার ছবি: সংগৃহীত

ঢাকা: অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১।  

রোববার (১০ জানুয়ারি) এই ম্যারাথন বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে শেষ হবে।

এতে ফুল ও হাফ ম্যারাথনে অংশ নেবেন ২০০ দেশি-বিদেশি প্রতিযোগী।

শনিবার (০৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ম্যারাথন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের রুট ও তার আশপাশের এলাকার নিরাপত্তা এবং সড়কের যানজট পরিহারের জন্য এলাকায় চলাচলকারী গাড়ি চালক/ব্যবহারকারীদের ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।

** রোববার (১০ জানুয়ারি) সকাল ৪টা ৩০ মিনিট থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত হাতিরঝিলে সব যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।  

** এই ম্যারাথন চলাকালে হাতিরঝিলের অভ্যন্তরে সব বাস সার্ভিস বন্ধ থাকবে।  

** আগত দর্শনার্থীরা তাদের যানবাহন পার্কিং এর নির্দিষ্ট স্থানে রেখে হেঁটে ভেতরে প্রবেশ করবেন।  

** সকাল ৬টা ৩০ মিনিটে আর্মি স্টেডিয়াম থেকে যাত্রা শুরু করে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে ম্যারাথন দল হাতিরঝিলে প্রবেশ করবে।

** দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সড়কটিতে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

পার্কিং সংক্রান্ত তথ্যাদি

১. সাতরাস্তা মোড়ের কাছে তেজগাঁও শিল্পাঞ্চলে এসিআই অফিসের সম্মুখে ফিনিক্স রোডে আড়ংয়ের সন্নিকটে ২ জায়গায় পার্কিং এর ব্যবস্থা থাকবে।

২. পুলিশ প্লাজার সম্মুখে বিশেষ পার্কিং এর ব্যবস্থা থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসজেএ/এইচএডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।