ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত ...

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সুমিত কুমার কর হৃদয় (২৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।  

শনিবার (০৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের ফকির বাড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় উপজেলার পাচঁগাও দেওয়ানপাড়া গ্রামের শেখর রঞ্জন করের ছেলে এবং নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ কান্তি রায় জানান, হৃদয় নরসিংদী জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে সে বন্ধুদের সঙ্গে মাধবদীতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে দুইটি মোটরসাইকেল নিয়ে ৪ জন বন্ধু ফিরে তাদের বাড়ি দেওয়ানপাড়া যাওয়ার পথে উপজেলার ফকির বাড়িতে এসে পেছনে থাকা মোটরসাইকেলটি সামনের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এসময় হৃদয় পড়ে রাস্তাতে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহত অবস্থায় আড়াইহাজার হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরও ৩ জন। ৩ বছর আগে সে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।