ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত প্রতীকী ছবি

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় নসিমনের চাপায় মো. আশরাফুল আলম (৪০) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক আরোহী।

রোববার (১০ জানুয়ারি) দুপুরের দিকে চরফ্যাশন-শশীভুষন সড়কের বিআরডিবি অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আশরাফুল আলম ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় মাহে আলমের ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, এক আরোহীকে সঙ্গে নিয়ে আশরাফুল আলম দুপুরে মোটরসাইকেলে করে চরফ্যাশন সড়ক দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।  

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইউপি সদস্য আশরাফুল আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।