ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরখানে ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
উত্তরখানে ১২ ফুট লম্বা গাঁজা গাছসহ এক ব্যক্তি আটক

ঢাকা: রাজধানীর উত্তরখানে ১০ থেকে ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ সজীব ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

রোববার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টা দিকে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাসায় অভিযান চালিয়ে ১০ থেকে ১২ ফুট লম্বা একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে কথা হয় উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদের সঙ্গে। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরখান বাতুরিয়া এলাকায় সজীবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে এই গাঁজা গাছসহ সজীবকে আটক করা হয়।  

তিনি আরো জানান, সজীব নিজেই তার বাসায় গাঁজা চাষ করার পাশাপাশি গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।