ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
মৌলভীবাজারে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন ...

মৌলভীবাজার: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারে মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মো. রিপন আহমদ, মো. সাব্বির আহমদ, শিল্টু দাস, আজিজুর রহমান, প্রতীক ধর প্রমুখ।  

তাদের দাবিগুলো হলো- যেকোনো মূল্যে সেশনজট আটকাতে হবে। ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক বিষয়গুলো প্রমোশন দিয়ে প্র্যাক্টিক্যালগুলো পরবর্তী সেমিস্টারের সঙ্গে সংযুক্ত করতে হবে। ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শর্ট সিলেবাসের মাধ্যমে ক্লাস নিয়ে দ্রুত পরীক্ষা নিতে হবে। ডুয়েটসহ সকল প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য আসন বরাদ্দ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
বিবিবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।