ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
বরিশালে ৪ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

বরিশাল: সব অতিরিক্ত ফি প্রত্যাহারসহ চার দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তারা, সব অতিরিক্ত ফি প্রত্যাহার করে, প্রাইভেট পলিটেকনিকের ফি অর্ধেক করার দাবি জানান।  

পাশাপাশি এক বছর লস দেওয়া যাবে না। প্রথম, তৃতীয, পঞ্চম ও সপ্তম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাস পরীক্ষা নেওয়া ও ২০২১ সালের মধ্যে ডুয়েটসহ অন্যান্য সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ানোর দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ-মিছিল করেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।