ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের জহুরপুরটেক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাতে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি বিষয়টি জানায়।

হস্তান্তরকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলিনগর মহল্লার মৃত আ. কাদেরের ছেলে সুবেল আলী (২৩), একই উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে জেনারুল ইসলাম (১৫), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গ্রোগ্রাম গ্রামের হুমায়ুন আলীর ছেলে সফিকুল ইসলাম (১৬) এবং একই উপজেলার ইটাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৩) ও ইসাহাক আলী।

৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বাংলানিউজকে জানান, আটকরা মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ওই ৫ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পিরোজপুর ৭৮ বিএসএফ সদস্যরা আটক করে রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়।  

তিনি আরো জানান, বুধবার দুপুরে আটকদের সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

এদিকে, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।