ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সস্ত্রীক করোনার টিকা নিলেন মেয়র তাপস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
সস্ত্রীক করোনার টিকা নিলেন মেয়র তাপস ছবি: বাংলানিউজ

ঢাকা: সস্ত্রীক করোনার টিকা নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস৷

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে শেখ ফজলে নূর তাপস ও তা স্ত্রী আফ‌রিন তাপস টিকা নেন।

এসময় করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

 

ফজলে নূর তাপস বলেন, আমি আমার স্ত্রীসহ টিকা নিয়েছি। ভালো লেগেছে৷ কোনো সমস্যা হয়নি৷ সবাই নির্ভয়ে টিকা নেন৷ এর মাধ্যমে আমরা করোনামুক্ত হতে পারবো৷

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়৷

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ডিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।