ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে স্ত্রী খুন, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
লাখাইয়ে স্ত্রী খুন, স্বামী আটক প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বণিকপাড়ায় অঞ্জনা রাণী সূত্রধর (২৬) নামে এক নারী খুন হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


 
অঞ্জনা লাখাইয়ের বণিকপাড়া গ্রামের নিতেশ বণিকের স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত বিজয় বণিকের মেয়ে। মরদেহ উদ্ধারের পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।
 
পুলিশ জানিয়েছে, প্রায় আড়াই বছর আগে নিতেশ ও অঞ্জনার বিয়ে হয়। তাদের ১৯ মাস বয়সী এক সন্তান আছে। কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। বুধবার নিতেশের বসতঘরে অঞ্জনার রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। এরপরই পুলিশ তাকে আটক করে।
 
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন বাংলানিউজকে বলেন, অঞ্জনার গলায় রক্তাক্ত জখম ছিল। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ 
নিশ্চিত হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।