ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
খুলনায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত

খুলনা: খুলনায় বাস ও ট্রাকের সংঘর্ষে আবু সালেহ হোসেন (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ যশোরের চাউলিয়া গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ জানান, খুলনা থেকে যশোরগামী একটি গড়াই পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭২১) ও যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ট-১৪-৮৭৮৫) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক আবু সালেহ গুরুতর আহত হন। পরে পুলিশ উদ্ধার করে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন চৌধুরি বলেন, বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় বাসচালক পালিয়েছেন। তবে, বাস ও ট্রাকটিকে আটক করা হয়েছে।  মৃত ট্রাকচালকের মরদেহ হাসপাতালে আছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।