ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত জাদুঘর রেখে যেতে চাই’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত জাদুঘর রেখে যেতে চাই’ .

ঢাকা: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, বিজ্ঞান জাদুঘরকে এমন স্থানে উন্নীত করতে হবে যেন আগামী প্রজন্ম যুগ-যুগান্তর ধরে এর সুফল ভোগ করে।  

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিজ্ঞান জাদুঘরের মুভি ও মিউজ্যুবাসের জন্য আধুনিক ডিজাইনের গ্যারেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

মুনীর চৌধুরী বলেন, এ প্রতিষ্ঠান পরিচালনায় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হতে হবে, যাতে শিক্ষার্থীরা জ্ঞানের অনন্য উৎস খুঁজে পায়। এ প্রতিষ্ঠানের উন্নয়ন কাজে কোনও দুর্নীতি বা অবহেলা সহ্য করা হবে না। প্রত্যেককে কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। প্রত্যেককে তার দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত জাদুঘর রেখে যেতে চাই। নির্মাণ কাজে দক্ষতা ও স্বচ্ছতার জন্য ড্রাইড্রককে এ কাজ দেওয়া হয়েছে।  

এক কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ড্রাইড্রক লিমিটেডের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে জাদুঘরের ভারী যানবাহনের স্থান সংকুলানের সংকট সমাধান হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।