ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবি তোলা প্রতিযোগিতা শুরু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, মার্চ ১, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবি তোলা প্রতিযোগিতা শুরু

সাভার (ঢাকা): মহান স্বাধীনতা দিবস ও গণস্বাস্থ্য কেন্দ্রের (৫০ বছর) সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবি তোলা প্রতিযোগিতা শুরু হয়েছে।  

সোমবার (০১ মার্চ) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের বঙ্গবন্ধু চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি) ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।

উদ্বোধন শেষে প্রতিযোগিতার লোগো ও পোস্টারের মোড়ক উন্মোচন এবং নিয়মাবলী ঘোষণা করা হয়।

স্বাধীনতার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে ছবিগুলো ধারণ করা হয়েছে। সেই ছবিগুলো ১ মার্চ থেকে ৩১ জুলাইয়ের ভেতর নির্দিষ্ট মেইলে পাঠাতে হবে। এছাড়া সম্প্রতি স্বাধীনতা ও গণস্বাস্থ্য কেন্দ্র বিষয়ক ছবি তুলেও জমা দেওয়া যাবে।
প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন হাসান সালাউদ্দিন চন্দন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, শিক্ষক, চিকিৎসক, পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্র ও কর্মীবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।