ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পরিবহন, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২, ২০২১
অ্যাম্বুলেন্সে করে গাঁজা পরিবহন, আটক ২ আটক জাহাঙ্গীর ও জালাল।

ঢাকা: দীর্ঘদিন ধরে রোগী পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সে বহন করা হচ্ছিলো গাঁজার চালান। মাদক ব্যবসায়ীদের মধ্যেই কাউকে মুমূর্ষ রোগী সাজিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়া হতো সেই চালান।

সোমবার (০১ মার্চ) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি অ্যাম্বুলেন্স থেকে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা হলেন- জাহাঙ্গীর (৩৩) ও জালাল (২২)।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বাংলানিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ীরা অ্যাম্বুলেন্সে মুমূর্ষ রোগীর অভিনয় করে দাউদকান্দি থেকে মাদকের চালান নিয়ে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালনো হয়। যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা দীর্ঘদিন ধরে এই পন্থায় মাদক পরিবহন করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।