ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২, ২০২১
পার্বতীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গরু চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে জিয়ারুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।

নিহত জিয়ারুল হক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সোনাপুর বুড়িগঞ্জ এলাকার সোবান মিয়ার ছেলে।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর সিরাজুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে জিয়ারুলসহ পাঁচ/সাতজনের একদল চোর উপজেলার হরিরামপুর ইউনিয়নের সুলতানপুর বেলঘাট এলাকার এক বাড়িতে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করেন। এ সময় চোরের দলের অন্য সদস্যরা পিকআপ ভ্যানে কিরে পালাতে পারলেও জিয়ারুল হক দৌড়ে রসুলপুর নতুন মসজিদের পাশের বাঁশঝাড়ে আশ্রয় নেন। সেখানে সুলতানপুর, রসুলপুর, লক্ষ্মী হোসেনপুর ও বেলঘাটসহ চার গ্রামের জনগণের গণপিটুনির শিকার হন জিয়ারুল হক। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে জিয়ারুলকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।