ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ২, ২০২১
গাজীপুরে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরকুল এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা চাপায় মোরশাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বরমী-কাওরাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মোরশাদ শ্রীপুর উপজেলার বরকুল এলাকার আমির হোসেনের ছেলে। সে স্থানীয় আল-মদিনা কিন্ডার গার্টেনের প্লে শ্রেণির ছাত্র ছিল।  

জানা গেছে, বরকুল এলাকায় বাড়ি সংলগ্ন বরমী-কাওরাইদ সড়কের পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিলো মোরশাদ। এক সময় সে রাস্তার উপরে যায়। একপর্যায়ে দ্রুত গতির একটি অটোরিকশা মোরশাদকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোরশাদ মারা যায়।  

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বাংলানিউজকে বলেন, পুলিশে খবর না দিয়েই মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।