ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, মার্চ ২, ২০২১
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক ঘিওর উপজেলার কর্জনা বড়টিয়া গ্রামের আব্দুল গনির ছেলে শফিকুল ইসলাম (৩৫) এবং আরোহী একই গ্রামের পরান প্রধানের ছেলে রাজেন মিয়া (৪৫)। সম্পর্কে তারা চাচা ভাতিজা।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনর্চাজ শামীম আল মামুন বাংলানিউজকে বলেন, বিকেলের দিকে ঢাকা- আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় ঢাকাগামী এসপি গোল্ডেন পরিবহনেরে একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।