ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগে মিলল নবজাতক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২, ২০২১
শ্যামনগরে পরিত্যক্ত ব্যাগে মিলল নবজাতক 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালভার্টের ওপরে পরিত্যক্ত ব্যাগে একটি ফুটফুটে ছেলে নবজাতক পাওয়া গেছে।

মঙ্গলবার (২ মার্চ) ভোরে আজান দিতে যাওয়ার সময় শ্যামনগর বাস টার্মিনাল সংলগ্ন কালভার্টের ওপরে পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে এগিয়ে যান বাস টার্মিনাল মসজিদের মুয়াজ্জিন সামসুর রহমান।

এসময় নবজাতকটিকে ব্যাগে দেখে তিনি নবজাতকটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।

বর্তমানে নবজাতকটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমের সার্বক্ষণিক পরিচর্যা করা হচ্ছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান জানান, যদি কেউ নবজাতকটিকে দত্তক নিতে চাইলে আগামী ৪ মার্চ সকাল ১১টার মধ্যে শ্যামনগর উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করতে হবে।

তিনি আরও জানান, শিশুকল্যাণ বোর্ডের জরুরি সভার মাধ্যমে শিশুটির স্থায়ী পরিচর্যার বিষয়টি সুনিশ্চিত করা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।