ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দো-প্যাসিফিক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২, ২০২১
ইন্দো-প্যাসিফিক ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা

ঢাকা: ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, কয়েকটি পত্রিকায় ‘ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে চায় না বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত সংবাদটি ভুলভাবে প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার ( ২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। তবে, বাংলাদেশের অগ্রাধিকার হলো উন্নয়ন। এ ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নে বা বিনিয়োগের ক্ষেত্রে কেউ এগিয়ে এলে বাংলাদেশ স্বাগত জানাবে। দামি দামি প্রতিরক্ষা সামগ্রী ক্রয় বাংলাদেশের জন্য অগ্রাধিকার বিষয় নয়।

ড. মোমেন বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইন্দো-প্যাসিফিক ইস্যুতে মার্কিন বিনিয়োগের উদ্যোগকে সরকার স্বাগত জানাবে।

তিনি বলেন, আমরা চাই বঙ্গোপসাগর সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।