ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
দক্ষিণখানে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে তুলার একটি গোডাউনে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৫টা ৪৬ মিনিটে এই আগুন লাগে। এরপর রাত আটটার পর তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে দক্ষিণখানে তুলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে ৩ ঘণ্টা কাজ করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি ও সূত্রপাত এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এজেডএস/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।