ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আমন বীজের দাম বাড়ানোর দাবি কৃষকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
আমন বীজের দাম বাড়ানোর দাবি কৃষকদের

রাজশাহী: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) সরবরাহ করা আমন ধানের বীজের দাম বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা।

বুধবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে রাজশাহী মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ চাষিদের আয়োজনে মানববন্ধনে বলা হয়, প্রায় তিন মাস আগে বিএডিসি রাজশাহীর ২ হাজার ১০০ কৃষকের কাছ থেকে আমন ধানের বীজ কিনেছে। কিন্তু তখন চুক্তিপত্রে বীজের দর উল্লেখ করা হয়নি। তিন দিন আগে কেজি প্রতি ৩৮ টাকা হিসেবে চাষিদের মূল্য পরিশোধ করতে চায় বিএডিসি। কিন্তু চাষিরা এত কম টাকা নিতে রাজি হননি এবং নেননি। কারণ ৩৮ টাকা দরে বীজের দাম নিলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

বক্তারা বলেন, ভালো ফসলের জন্য অবশ্যই ভালো বীজ প্রয়োজন। আর ভালো বীজের জন্য বাড়তি পরিচর্যা করতে হয়। এতে বীজের উৎপাদন খরচ পড়েছে কেজি প্রতি কমপক্ষে ৪২ টাকা। এখন ৩৮ টাকা করে দেওয়া হলে তাদের উৎপাদন খরচই উঠবে না! লাভ তো দূরের কথা।

মানববন্ধন থেকে আমন ধানের বীজের দাম কমপক্ষে কেজি প্রতি ৫০ টাকা নির্ধারণের দাবি জানান চাষিরা।

মানববন্ধনকালে চলা সমাবেশে সভাপতিত্ব করেন বিএডিসির রাজশাহী জোনের চুক্তিবদ্ধ চাষি কল্যাণ সমিতির সভাপতি ইউসুফ আলী। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিপুল।

বক্তব্য রাখেন—চাষি কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাজদার রহমান, সহ-সভাপতি মো. তাজউদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফটিক, কোষাধ্যক্ষ আবদুল আওয়াল, সদস্য আবদুস শুকুর ও হায়দার আলী।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।