ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে সীমান্ত দিয়ে ভারতে অনু্প্রবেশকালে আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
মহেশপুরে সীমান্ত দিয়ে ভারতে অনু্প্রবেশকালে আটক ১৩

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ, ও দালালসহ ১৩ জন বাংলদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার (০৩ মার্চ) দুপুর ১টার দিকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

আটক ব্যক্তিরা হলেন- ঢাকা জেলার কামরাঙ্গীর চরবড় গ্রামের মো. সেলিম শেখ (৭৭), ভেন্ডাভর  গ্রামের  মো. আবেদ আলী (৩৩), নবীনগর গ্রামের মো. নিরব হোসেন (২৫), একই গ্রামের মো. আলম দেওয়ান (৫৪), চাঁদপুর জেলার রামচন্দ্রপুর গ্রামের নজরুল ইসলাম (৩৬), হবিগঞ্জ জেলার নয়াপাড়া গ্রামের শামছুন নেহার (৫০) ও মো. সাইফুল ইসলাম (১৮), বগুড়া জেলার বেজোড়া গ্রামের লাভলী আক্তার (৩৫), বাগেরহাট জেলার পশ্চিম খুন্তাকাটা গ্রামের মো. জলিল হাওলাদার (৫০), তার স্ত্রী মমতাজ বেগম (৪৫) ও ছেলে মো. মাসুদ হাওলাদার (২৫), একই জেলার চরহুগলা বুনিয়া গ্রামের মো. শেখ আব্বাস আলী (৪২), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেগমপুর গ্রামের মো. সুজন আলী (২৪)। সুজন আলী তাদের ভারতে অনুপ্রবেশে সহায়তা করছিলেন।  

ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মঙ্গলবার (০২ র্মাচ) দিনগত রাতে মহেশপুর উপজেলার সোলেমানপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার অভিযোগে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের করা করেছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।